রং খেলা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ। তার জেরেই পিটিয়ে খুন করা হয়েছে ঝাড়গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীকে। প্রাথমিক তদন্তে মিলেছে এমনই ইঙ্গিত।
দীপ সাহা (১৫) নামে ওই কিশোরের বাড়ি ঝাড়গ্রাম শহরের সুভাষপল্লি এলাকায়। বাণীতীর্থ হাই স্কুলের পড়ুয়া ছিল ।ঝাড়গ্রামের (Khargram) আইটিআই সংলগ্ন শীতলাডিহি এলাকা থেকে ওই কিশোরের অচেতন দেহ উদ্ধার করে পুলিশ। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Behala fire: ভোররাতে ভয়াবহ আগুন লেগে গেল বেহালা চৌরাস্তার বাজারে, ভস্মীভূত বহু দোকান
কিন্তু কেন খুন করা হল দীপকে? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,
ঘোড়াধরায় বসন্ত উৎসবে বন্ধুদের সঙ্গে এসেছিল দীপ। দুই এলাকার মধ্যে গোলমাল ছিল। ঘোড়ধরা পার্কের বাইরে কিছু যুবক দীপকে ধাওয়া করেছিল। ছুটতে ছুটতে পড়ে যায় ওই কিশোর। এরপর শহরের স্টেশন পাড়ার কয়েক জন যুবক তাকে মারধর করে বলে অভিযোগ।
মৃতের বাবা দিলীপ সাহা বলেন, ‘‘আমার ছেলে কোনও দিন ঝামেলা গন্ডগোলে থাকে না। পরিকল্পনা করে খুন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি চাই।’’ এ দিন সন্ধ্যায় ঝাড়গ্রাম থানায় কৌশিক দাস, অনুরাগ তিওয়ারি ও আয়ুষ যাদব, এই তিন জনের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। তাই পুলিশের বিরুদ্ধেও রয়েছে ক্ষোভ।