'নতুন তৃণমূল' আসছে । 'ঠিক যেমন সাধারণ মানুষ চায়',সেরকম তৃণমূল আসছে আগামী ছয় মাসের মধ্যে । দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় এরকম লেখা কিছু নতুন পোস্টার দেখা যাচ্ছে । লেখার পাশাপাশি পোস্টারগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি । এই পোস্টার (Poster with Abhishek Banerjee's photo) নিয়েই বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
মূলত, ভবানীপুর, কালীঘাট, হাজরা এলাকায় অভিষেকের ছবি দেওয়া দু'টি পোস্টার দেখা যাচ্ছে । যেখানে একটিতে লেখা, ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল । ঠিক যেমন সাধারণ মানুষ চায় ।’ আর একটি পোস্টারে লেখা ‘চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন । এই লড়াই আমাদের ২৪ এর লড়াই।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেও পোস্টার পড়েছে । না, দলের তরফে এই ধরনের কোনও ঘোষণা করা হয়নি । প্রচারের দায়িত্ব স্বীকার করেছে ‘আশ্রিতা’ ও ‘কলরব’ নামে দু’টি সামাজিক সংগঠন । যার সভাপতি কালীঘাট-রাসবিহারী অঞ্চলের তৃণমূল (TMC) নেতা কুমার সাহা ।
আরও পড়ুন, Bankura News : শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে বাঁকুড়ায় তৃণমূলের মিছিল, পাল্টা জবাব বিজেপির
তৃণমূল বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না । কিন্তু, রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । এর পিছনে শাসকের ‘মুখ বদল’-এর সূচনা বলেই মনে করছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস । তবে, সম্প্রতি অভিষেক ঘোষণা করেছিলেন, আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাবেন সাধারণ মানুষ । তারই কি প্রাথমিক সূচনা শুরু হয়ে গিয়েছে ?
পার্থ-অনুব্রত কাণ্ডে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে শাসকদল । বিগত কয়েকদিন ধরেই নানা রণকৌশল নিতে দেখা গিয়েছে তৃণমূলকে । বারবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুর্নীতির সঙ্গে আপোষ করবে না দল । এছাড়া, নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে । এই প্রেক্ষাপটে, সব মিলিয়ে, মমতার খাসতালুক দক্ষিণ কলকাতায় অভিষেকের আঙুল তোলা ছবি দিয়ে ‘নতুন তৃণমূল’-এর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।