Municipal Election 2022: পুরভোটের আগেই সন্ত্রাসের অভিযোগে বিদ্ধ তৃণমূল, ধূলিয়ানে গুলিবিদ্ধ পুরপ্রশাসক

Updated : Feb 26, 2022 16:48
|
Editorji News Desk

গত দুটি পুরনির্বাচনের(Municipal Election 2022) মতোই শেষ নির্বাচনের আগেও সন্ত্রাসের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের(TMC) বিরুদ্ধে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই একই অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। এবার জয়নগর-মজিলপুরে(Jaynagar-Majilpur) বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল বিধায়ক(TMC MLA) সওকত মোল্লার নেতৃত্বে প্রায় ৩০ জন দুষ্কৃতী জয়নগর-মজিলপুর পুরসভার(Jaynagar-Majilpur Municipal Election 2022) ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের বর্ধনপাড়া, ব্যানার্জি পাড়া একাধিক বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, দেওয়া হয় হুমকি। সেই ঘটনা জানাজানি হতেই রাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় l স্থানীয় কংগ্রেস(Congress) ও এসইউসিআই(SUCI) কর্মীরা বেরিয়ে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেন l অভিযোগ বোমা মারার হুমকিও দেওয়া হয়। খবর পেয়ে এলাকায় আসে জয়নগর থানার পুলিশ(Jaynagar Police Station)। এর প্রতিবাদে মুলদিয়া মোড়ে রাস্তার ওপর বিক্ষোভ কংগ্রেস(Congress) ও এসইউসিআই(SUCI) কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- Municipal Election 2022: পুরভোটের আগে নজিরবিহীন নির্দেশিকা, অতিউৎসাহীদের সতর্ক করল তৃণমূল

শুধু জয়নগর নয়, ভোটের আগেই উত্তেজনা ছড়ালো পুরুলিয়াতেও(Purulia)। অভিযোগ, রাতের অন্ধকারে গোশালা এলাকায় শাসক দল তৃণমূলের(TMC) নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির(BJP) বিরুদ্ধে হলেও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তারা। এই ঘটনা নজরে আসতেই দ্রুত আগুন নিভিয়ে ফেলে পুলিশ। পুরুলিয়া পুরসভার(Purulia Municipal Election 2022) ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী(TMC Candidate) রবিশঙ্কর দাসের অভিযোগ, এলাকায় তৃণমূল(TMC) শক্তিশালী হওয়ায় হারার ভয়ে বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। শনিবার কামারহাটি পুরসভার(Kamarhati Municipal Election 2022) ২৫ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী(CPIM Candidate) অদ্রি রায়ের বাড়ির সামনেই বোমাবাজি(Bombing) হয় বলে অভিযোগ। এই নিয়ে সোচ্চার হয়েছে বামেরা(Left)।

মুর্শিদাবাদের(Murshidabad) ধুলিয়ানেও দুস্কৃতী তান্ডবের অভিযোগ শাসকদলের(TMC)। পুরপ্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের(TMC) অভিযোগ কংগ্রেসের(Congress) বিরুদ্ধে। তবে কংগ্রেস(Congress) এই অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছে।

CPIMViolencetmc bjp clashCongressMunicipal Election

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের