অবশেষে স্বস্তি। রাজ্যে ৮ বছর পর প্রাইমারি টেটের (Primary TET Exam 2022) সম্ভাবনা। ২০১৪ সালে শেষবার রাজ্যে টেট হয়েছিল। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি (Primary Education) সিদ্ধান্ত নিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষার আয়োজন করবে রাজ্য। পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, ঠিক কোন দিন এই পরীক্ষা হবে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যেই টেট পরীক্ষার আয়োজন করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ পালন করতে পারছে না। এই মর্মে শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি।
আরও পড়ুন: ৫৯ হাজার প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে, পর্ষদকে নির্দেশ হাই কোর্টের
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ১৮৭ জনকে নিয়োগপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালে শেষবার টেট পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য। ২০১৬ ও ২০২২ সালে দুধাপে নিয়োগ করে রাজ্য সরকার।