টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের বিরোধিতা করে হাইকোর্টে পর্ষদ। বুধবার পর্ষদের তরফে জানানো হয়, বিক্ষোভের জেরে অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। আসতে পারছেন না কর্মীরা। পাশাপাশি কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান পর্ষদের আইনজীবী। যদিও শুনানির আর্জি খারিজ করে দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান, ‘দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কী অসুবিধা?’ এরপরই পর্ষদের করা দ্রুত শুনানির আর্জি বাতিল করে দেন বিচারপতি।
আরও পড়ুন- TET Hunger Strike: বুধবারও অনশনে চাকরিপ্রার্থীরা, সকাল থেকেই 'হল্লা বোল' স্লোগান করুণাময়ীতে
সোমবার দিনভর আন্দোলনের পর মঙ্গলবার থেকে সল্টলেকে আমরণ অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থীর কথায়, “মুখ্যমন্ত্রীও অনশন করে ক্ষমতায় এসেছেন, আমরা অরাজনৈতিক সংগঠন। আমরণ অনশন করব আমরা।” চাকরি না পেলে মৃত্যুবরণের হুঁশিয়ারি দিয়েছেন আরেক চাকরিপ্রার্থীও।