করোনা (Coronavirus) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে কলকাতা সহ রাজ্যেড় সব জেলাতেই খুলে গেল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। পুরোদমে শুরু হয়ে গেল পঠনপাঠন। বুধবার সকাল থেকে স্কুলে স্কুলে ভিড় জমিয়েছে কচিকাঁচারা। স্কুল শুরুর একঘণ্টা আগেই তারা চলে এসেছে স্কুলে।
টানা প্রায় দু'বছর বন্ধ থাকায় অনেক স্কুলের দেওয়াল থেকে নামও অস্পষ্ট হয়ে গিয়েছে। তবু বহুদিন পর সহপাঠীদের মুখোমুখি দেখার উত্তেজনায় কমতি নেই পড়ুয়াদের মধ্যে। পাশাপাশি দীর্ঘদিন পর ভার্চুয়াল ক্লাসের বাইরে সামনা সামনি কচিকাঁচাদের মুখ দেখতে পেয়ে খুশি শিক্ষক শিক্ষিকারাও।
সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত চলবে স্কুল। কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি (Covid-19 rules)। স্কুলগুলিতে যথোপযুক্ত জীবাণুুনাশ হয়েছে কি না, কোভিড বিধি মানতে কী কী পদক্ষেপ করতে হবে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা করতে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবারই স্কুলে উপস্থিত হয়েছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপর আজ, বুধবার থেকে স্কুলে আসতে শুরু করল পড়ুয়ারা।
আরও পড়ুন: Sandhya Mukherjee last rite : উত্তরবঙ্গ সফর থেকে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধ্যায় সন্ধ্যার শেষকৃত্য
হোস্টেল খোলা থাকবে কি না তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ঠিক করতে পারবেন। তবে কোভিড বিধি মেনেই হোস্টেল খুলতে হবে। প্রত্যেক পড়ুয়াকে স্কুল শুরু হওয়ার অন্তত একঘণ্টা আগে স্কুলে পৌঁছতে হবে। মাস্ক পরা, মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো, সামাজিক দূরত্ববিধি পালন-সহ অন্যান্য কোভিড প্রোটোকলও মানা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। সেই অনুযায়ীই শুরু হয়েছে ক্লাস।