২০২৩ সালের টেটের ফল ঘোষণা করবে রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জুলাইয়ের প্রথম সপ্তাহেই টেটের ফল প্রকাশিত হবে। পরীক্ষার সাত মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে পর্ষদ।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, অ্যানসার কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার ফাইনাল অ্যানসার কি আপলোড করা হবে। এর পরই ফল ঘোষণা করা হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বছরে দুবার টেট নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি। সেই মতো দ্বিতীয় পরীক্ষা গ্রহণ করা হয় ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। টেট পরীক্ষা দেন ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী।