হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের ভিতরে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম শেখ সাজিদ এবং সঞ্জয় সিং। তাঁরা স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। এনিয়ে ওই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ।
Read More-বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলির ঘটনায়, গ্রেফতার ১, সাসপেন্ড ৩ তৃণমূল কর্মী
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শেখ সাজিদকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর। তিনি গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিংকে।
পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাজিদ বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করে কল্যাণ ঘোষ জানিয়েছিলেন, ‘‘ইতিমধ্যে দল কড়া সিদ্ধান্ত নিয়েছে। তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।’’