উত্তরবঙ্গের(Elephant's Death in North Bengal) বিভিন্ন জায়গায় ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু নতুন কোনও ঘটনা নয়। নানা পরিকল্পনার পরেও এড়ানো যায়নি এই মর্মান্তিক দুর্ঘটনা। তাই বন্যপ্রাণ রক্ষার্থে নয়া উদ্যোগ ভারতীয় রেলের(Indian Railway)। এবার থেকে উত্তরবঙ্গের বনাঞ্চলের রেললাইনগুলিতে বসানো হল সেনসিটিভ সেন্সর। এই স্বয়ংক্রিয় যন্ত্র বসার ফলে রেললাইনে হাতির পাল উঠলেই বেজে উঠবে অ্যালার্ম (Elephant Alarm)। ফলে আগে থাকতেই সতর্ক হয়ে যাবে ট্রেন। এড়ানো যাবে দুর্ঘটনা।
বিগত দিনগুলিতে ডুয়ার্সের(Dooars) ডায়না রেলব্রিজ থেকে আলিপুরদুয়ারের(Alipurduar) বীরপাড়ার দলগাঁও রেলব্রিজ পর্যন্ত এলাকাটিতেই সবচেয়ে বেশি হাতির মৃত্যু(Elephant's Death) ঘটেছে। তাই ওই এলাকাকে বেছে নিয়েই পরীক্ষামূলকভাবে এই সেন্সর(Elephant Alarm) লাগানো হয়েছে। এই সেন্সর বসার ফলে হাতির পাল রেললাইনের আশেপাশে এলেও বেজে উঠবে অ্যালার্ম। খবর যাবে নিকটবর্তী রেলস্টেশনে। এরপর দায়িত্বে থাকা রেলকর্মীরা আসন্ন ট্রেনের চালককে সতর্ক করে দেবেন।
আরও পড়ুন- West Bengal Weather Update: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের ঝোড়ো ইনিংস, জানিয়ে দিল হাওয়া অফিস
যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার জন্য সোমবার গরুমারা(Gorumara Forest) থেকে কুনকি হাতি এনে রেললাইনের পাশ দিয়ে হাঁটানো হয়। দেখা যায়, হাতির আভাস পেতেই বেজে উঠছে অ্যালার্ম(Elephant Alarm)। খবর চলে যাচ্ছে নিকটবর্তী রেলস্টেশনে। ফলে এই নয়া প্রযুক্তিতে আগামীদিনে হাতির মৃত্যুসংখ্যা হ্রাস পাবে বলেই আশা রেল(Indian Railway) এবং বন দফতরের।