শিয়ালদহে ট্রেন দুর্ঘটনার (Sealdah Train Accident) জেরে বিপর্যস্ত হয়ে পড়ল রেল পরিষেবা (Rail Service) । শিয়ালদহ শাখার বেশ কয়েকটি রুটের কিছু কিছু ট্রেন দেরিতে চলছে । আবার বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে । রেল সূত্রে খবর, দুর্ঘটনার (Train Accident) জেরে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । বহু ট্রেন বাতিল (Train Cancelled) হওয়ার ও দেরিতে চলার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ।
বুধবার দুপুরে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী খালি রেকের সঙ্গে ধাক্কা লাগে আপ রানাঘাট লোকালের(Ranaghat Local)। এই দুর্ঘটনার পরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । রেল পরিষেবা ব্যাহত হয় । শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় যাওয়ার বহু ট্রেন গন্তব্যে পৌঁছনোর আগেই আটকে পড়ে । জানা গিয়েছে, দুর্ভোগে পড়া যাত্রীরা শেষে গন্তব্যে পৌঁছতে ট্রেন থেকে নেমে লাইন ধরেই হাঁটতে শুরু করেছেন। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু’টি এখনও লাইন থেকে সরানো যায়নি । শিয়ালদহে ঢুকতে বা শিয়ালদহ থেকে বেরতে পারছে না ট্রেন । রেলের তরফে জানানো হয়েছে, লাইন মেরামতির কাজ চলছে । খুব দ্রুত দু'টি ট্রেনকে সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ।
আরও পড়ুন, Sealdah Train Accident: আপ রাণাঘাট লোকালে ধাক্কা কারশেডগামী ফাঁকা রেকের, আতঙ্ক ছড়ালো শিয়ালদহ স্টেশনে
বুধবার, শিয়ালদহ স্টেশনের সামান্য আগেই পাশাপাশি ধাক্কা লাগে দু’টি ট্রেনের। রেল সূত্রে খবর, ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী খালি রেকের সঙ্গে ধাক্কা লাগে আপ রানাঘাট লোকালের(Ranaghat Local)। সে সময় রাণাঘাটগামী ট্রেনটি বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে । শিয়ালদহ ডিআরএম অফিস পেরোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে(Ranaghat Local) ধাক্কা দেয় । তবে যাত্রীদের কথায়, সেই ধাক্কা তেমন জোরালো নয় । পাশাপাশি, ট্রেনের বা যাত্রীদের তেমন কোনও ক্ষতি হয়নি বলেও খবর। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কোনও হিউম্যান এরর(Human Error) থাকলে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির নির্দেশও দিয়েছে রেল দফতর(Indian Railways)। প্রাথমিকভাবে রেলের ধারণা, সিগন্যালিংয়ের গোলমাল(Signal Problem) থেকেই এই দুর্ঘটনা(Sealdah Train Accident)।