শিয়ালদহে মেন লাইনের ট্রেন চলাচল বিঘ্নিত । সপ্তাহের প্রথম দিনই দুর্ভোগের মুখে যাত্রীরা । জানা গিয়েছে, শিয়ালদা-নৈহাটি শাখার বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে । সিগন্য়ালিংয়ের সমস্যার কারণেই এই বিপত্তি বলে রেল সূত্রে খবর ।
জানা গিয়েছে, নৈহাটি-ব্যান্ডেল শাখায় সিগন্যালিং ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে । তারই প্রভাব পড়েছে শিয়ালদহ-নৈহাটি-কল্যাণী শাখায় । যাত্রীদের অভিযোগ,দেরিতে চলছে বেশ কয়েকটি ট্রেন । বিভিন্ন স্টেশনে স্টেশন ট্রেনের চাকা থমকে রয়েছে বলে খবর । দ্রুত সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি সারিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।
এদিকে, সপ্তাহের শুরুর দিনে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা । একেই ট্রেনের দেরি, তার উপর গরমের মধ্যে ভিড়ের চাপে নাজেহাল যাত্রীরা । এদিন সময়ের মধ্যে কাজ পৌঁছতে পারেননি অনেকেই । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।