অবশেষে কালবৈশাখীর দেখা মিলল দক্ষিণবঙ্গে। শুক্রবার দুপুরে স্বস্তির বৃষ্টিতে ভিজল বীরভূম, বাঁকুড়া। দীর্ঘদিন ধরেই বৃষ্টির আশায় হা-পিত্যেশ করে বসে আছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির এই প্রথম দেখা মিলল। যদিও কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। আগামী ২ মে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে তার আগেই এই বৃষ্টিতে খুশি বীরভূম-বাঁকুড়ার বাসিন্দারা। শুধু বৃষ্টি নয়; ঝড়, শিলাবৃষ্টির দেখা মেলায় বেজায় খুশি লালমাটির জেলার মানুষরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে তিনদিন পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে শুক্রবার বীরভূম-বাঁকুড়া-পশিচম বর্ধমানের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টির দেখা মেলায় খুশি এলাকাবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের উপ-মুখ্য অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ২ মে থেকে রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ তারিখ থেকে কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৪ মে দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা। যা ৫ তারিখ নিম্নচাপে পরিণত হতে পারে বলেই খবর।