রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। আগেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। এবার রাজভবনে খোলা হল শান্তিকক্ষ বা পিসরুম। শনিবার রাতে এই নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজভবন। বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপাল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিংয়ে অশান্তির ঘটনা ঘটেছে। ভাঙড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল। শনিবার ক্যানিংয়েও অশান্তি এলাকায় যান রাজ্যপাল। এরপরই শান্তিকক্ষ খোলার কথা জানানো হয় রাজভবন থেকে। চালু করা হল হেল্পলাইন নম্বর।