রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচনকে (West Bengal Municipal Election) কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। বিরোধীদের অভিযোগ, গা জোয়ারি করছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তার মাঝেই বিরল সৌজন্যের ছবি দেখা গেল কামারহাটি পুরসভায়। মুখে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তা সত্ত্বেও কাঁধে হাত দিয়ে হাঁটলেন তৃণমূল ও সিপিএমের প্রার্থী।
আরও পড়ুন: West Bengal Municipal Election: সোনারপুরে ইভিএম ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাম-কংগ্রেসের
কামারহাটির ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC) টিকিটে লড়ছেন বিশ্বজিৎ সাহা। সিপিএমের প্রার্থী হয়েছেন সুব্রত চট্টোপাধ্যায়। ভোটের দিন একে অন্যের বিরুদ্ধে করলেন বিস্তর অভিযোগ। সুব্রতবাবুর দাবি, ছাপ্পা ভোট দিচ্ছে শাসকদল। তা মানতে নারাজ বিশ্বজিৎবাবু। কিন্তু এসবের মধ্যেই একে অন্যের কাঁধে হাত রেখে হাঁটলেন। কারণ দিনের শেষে দু'জনে বন্ধু।