আর্থিক বর্ষের প্রথম মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশ করা হল মে মাসে ব্যাঙ্কগুলিতে ছুটির তালিকা। ২০২৩ সালের মে মাসে মোট ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। তার মধ্যে রয়েছে বিবিধ উৎসব এবং সপ্তাহান্তের ছুটিও।
নিচে দেওয়া রইল সম্পূর্ণ তালিকা:
১ মে (সোমবার): মে দিবস, মহারাষ্ট্র দিবস
৫ মে (শুক্রবার): বুদ্ধ পূর্ণিমা- পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, অসম, উত্তরাখন্ড, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, অরুণাচল প্রদেশ এবং ছত্তিশগড়ে
৭ মে: রবিবার
৯ মে (মঙ্গলবার): ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী
১৩ মে: দ্বিতীয় শনিবার
১৪ মে: রবিবার
১৬ মে (মঙ্গলবার): রাজ্য দিবস- সিকিম
২১ মে: রবিবার
২২ মে (সোমবার): মহারানা প্রতাপ জয়ন্তী- গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান
২৪ মে (বুধবার): কাজি নজরুল ইসলাম জয়ন্তী- ত্রিপুরা
২৭ মে: চতুর্থ শনিবার
২৮ মে: রবিবার
১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে সমস্ত ট্রানজাকশন করা যাবে। গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে পারবেন না বা তুলতে পারবেন না, তবে, অনলাইন সমস্ত প্রক্রিয়াই চালু থাকবে।