সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন আগেই আশঙ্কা করা হয়েছিল দুর্নীতির মামলায় গ্রেফতার হবেন সন্দীপ ঘোষ। ঠিক তেমনটাই হল। অন্যদিকে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গ্রেফতারির ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর দাবি, পুরো ঘটনায় উপর থেকে নীচ পর্যন্ত যাঁরা জড়িত রয়েছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।
অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যভবন আগেই পদক্ষেপ নিলে বিরম্বনায় পড়তে হত না। প্রায় একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেনার গলায়। তিনি জানিয়েছেন, সঠিক জায়গায় দুর্নীতির অভিযোগ আগেই জানানো হয়েছিল।
সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। সোমবার সন্ধেয় সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে বেরোন সিবিআই আধিকারিকরা। সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতেই একাধিক অসঙ্গতি মেলে বলে খবর। আর তারপরেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।