বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' প্রোমোটার অয়ন শীলের অফিস থেকে উদ্ধার একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অয়নের অফিসে বেশ কয়েকটি কম্পিউটার ছিল।
আর সেখান থেকেই উদ্ধার হয়েছে রাজ্যের একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের নাম, যারা চাকরি পেয়েছেন তাঁদের নাম, এমনকি নিয়োগ সংক্রান্ত হাতে লেখা বেশ কিছু কাগজের 'নোট'। যা থেকে বোঝা যাচ্ছে একাধিক নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত শান্তনু এবং তাঁর ঘনিষ্ঠরা।
আরও পড়ুন - জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ, বিক্ষোভ বিজেপির
নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলকে আটক করেছে ইডি। তাঁকে চুঁচুড়া থেকে আটক করা হয়৷ এরপর শনিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় সল্টলেক। অয়নের সল্টলেকের 388 FD Block -এর বাড়িতে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি, সঙ্গে অয়নকে ম্যারাথন জেরাও করা হয়।