লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এখনও সেখানে সমান তালে চলছে বৃষ্টি। ফলে উত্তরবঙ্গের নদীগুলি ফুলে-ফেঁপে উঠেছে। গজলডোবা থেকে জল ছাড়ায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা (Red Alert)। পাশাপাশি নদীসংলগ্ন অঞ্চলে জারি হয়েছে হলুদ সতর্কতা।
ইতিমধ্যেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে চলেই খবর। বুধবার জেলাশাসক জানান, জল আরও বাড়লে প্রয়োজন বুঝে নির্দিষ্ট এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরানো হবে। তবে মানুষকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে বলেও জানান জেলাশাসক মৌমিতা গোদারা।
আরও পড়ুন- Mamata Banerjee : বিজয়া সম্মিলনীতে মমতার চমক, তাজপুরে বন্দর নির্মাণের কাগজ আদানিদের হাতে
এদিকে বৃহস্পতিবারও ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। ফলে অবস্থা আরও জটিল হতে পারে বলেই মত প্রশাসনের। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।