বুধবার গোসাবা থেকে খাঁচাবন্দি বাঘটিকে(Royal Bengal Tiger) আপাতত রাখা হয়েছে ঝড়খালি(Jharkhali) ক্যাম্পে। সেখানেই তার চিকিৎসা চলছে, জানান বন দফতরের(West Bengal Forest Department) আধিকারিকরা। এই মুহূর্তে বাঘটিকে(Tiger) ছাড়া হচ্ছে না বলেও আশ্বস্ত করেছেন তাঁরা। বাঘটির(Royal Bengal Tiger) শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তবেই জঙ্গলে ছাড়া হবে।
দু’দিন গ্রামবাসীদের(Villagers) নাজেহাল করার পর গোসাবায়(Gosaba) ধরা দেয় দক্ষিণরায়। গোসাবার(Gosaa) মথুরাখন্ড গ্রাম থেকে বুধবার ভোরে বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। হাঁফ ছেড়ে বাঁচেন মথুরাখন্ড গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন- West Bengal Weather: আরও বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত! কী বলছে হাওয়া অফিস?
গত কয়েক সপ্তাহ ধরেই সুন্দরবন(Sunderbans) লাগোয়া বিভিন্ন এলাকায় ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বনকর্মীদের তৎপরতায় সবকটি বাঘকে(Tiger) খাঁচাবন্দি করা হলেও বারবার এলাকায় ঢুকে পড়ায় প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা(Security)।