RG Kar Case : আর জি কর দুর্নীতিতে মঙ্গলে ৬ জায়গায় অভিযান ইডির, বিধায়ক সুদীপ্ত-র ঠিকানাতেও চলছে তল্লাশি

Updated : Sep 17, 2024 09:44
|
Editorji News Desk

মঙ্গলবার আর জি কর খুন ও ধর্ষণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে । এদিকে, মঙ্গলবার সকাল থেকেই তৎপর ইডি । এদিন, আর জি করে দুর্নীতির তদন্তে রাজ্যের ৬ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মঙ্গলবার সকাল সকাল ইডির একটি দল পৌঁছেছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলির ঠিকানায় । সেখানে দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা । অন্যদিকে, তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়িতেও চলছে ইডির তল্লাশি ।

সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। পাশাপাশি আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন । তিনি রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতিও । সম্প্রতি, সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । এবার,ইডি আধিকারিকরাও সুদীপ্তর উত্তর কলকাতার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন । একইসঙ্গে বিধায়কের বাড়ি লাগোয়া তাঁর মালিকানাধীন একটি নার্সিং হোমেও অভিযান চালাচ্ছে ইডি । বেশ কয়েকদিন ধরেই ইডির ব়্যাডারে রয়েছেন সুদীপ্ত রায় । দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে একজন হলে সুদীপ্ত ।

এছাড়া, উত্তর কলকাতা ও হুগলিতে সুদীপ্তর বাড়ির পাশাপাশি ইডির অন্য একটি দল পৌঁছে গিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে। সেখানে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। 

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে । যার দিকে তাকিয়ে গোটা রাজ্য। শীর্ষ আদালতে নিজেদের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার আগে মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তে সোমবার ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও জেরায় কী উঠে এসেছে, তা স্পষ্ট করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেলা সাড়ে দশটায় শুরু হবে সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি । সিবিআইয়ের পাশাপাশি এদিন আদালতে ময়নাতদন্তের চালান জমা দিতে চলেছে রাজ্য। 

ED

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের