এশিয়ান গেমসে (Asian Games) সোনা জিতে বাড়ি ফিরলেন রিচা ঘোষ (Richa Ghosh) । শিলিগুড়ির (Siliguri) মেয়ে রিচা । এদিন, বাগডোগরা বিমানবন্দরে নামেন । মেয়েকে নিতে সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন বাবা মানবেন্দ্র ঘোষ । ঘরের মেয়েকে বরণ করে নিচে ভিড় করেছিলেন শিলিগুড়িবাসীও । এদিকে, বাড়িতেও (Richa returned to Siliguri) হয়েছিল বিশেষ আয়োজন । ঢাক-ঢোল বাজিয়ে ঘরের মেয়েকে স্বাগত জানাল, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ।
এদিন সকাল থেকেই সাজো সাজো রব শিলিগুড়ির সুভাষপল্লীর বাড়িতে । সোনা জিতে মেয়ে ফিরছে । বাড়ির সামনে দেখা গেল বিশাল পোস্টার । রিচার ছবি দেওয়া, লেখা ওয়েলকাম হোম । এদিন, বাড়িতে পৌঁছতেই ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান অনেকে । সেইসঙ্গে চলে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ । এরপর মেয়েকে বরণ করে নেন মা । নিজের হাতে খাওয়ালেন পায়েসও ।
আরও পড়ুন, Asian Games 2023 : শুটিংয়ে ফের রুপো, এবার ব্যক্তিগত ইভেন্টে পদক জয় এষার
রিচা জানাচ্ছেন, বহুদিন পর বাড়ি ফিরেছেন । স্বাভাবিকভাবেই ভাল লাগা তো আছে । প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতেছেন,তাই আরও ভাল লাগছে । যদিও, রিচার কথায়, সোনা তো স্পেশ্যাল বটেই, তবে যে কোনও পদকই তাঁদের জন্য স্পেশ্যাল । তবে, এটা সবে শুরু, বলছেন রিচা । আগামীদিনে এভাবেই এগিয়ে যেতে চান ও আরও সোনা জিততে চান বলে জানিয়েছেন তিনি । সব আগামীদিনে লক্ষ্য সম্পর্কে রিচা জানান, ওয়ার্ল্ড কাপের দিকেই এখন নজর তাঁদের । সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন তিনি ।