উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে ভাঙ্গন দেখা দিল মালদায়(River erosion in Malda)। বুধবার রাতে ফুলাহার নদীর ভাঙ্গনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বুধবার রাতে মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের ভূতনি সেতুর(River erosion near Bhootni Bridge) নিচে শঙ্করটোলা এলাকার একাংশে ভাঙন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বাঁধের তীরবর্তী বেশ কিছু অংশ বসে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকায়। বৃহস্পতিবার সেই ফাটল আরও চওড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে বড় বিপদের আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে রাতেই এলাকা পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। রাত থেকেই জরুরী ভিত্তিতে শুরু হয় ভাঙ্গন রোধের কাজ। ভাঙ্গন আপাতত নিয়ন্ত্রণে এসেছে, প্রশাসন সূত্রে এমনটাই খবর।
আরও পড়ুন- Indian Fishermen News : ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ভারত মৎস্যজীবীরা
তবে এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, প্রশাসন যদি আগে থাকতেই সতর্ক থাকত, তবে এমন ঘটনা ঘটত না।
অন্যদিক রাতেই এলাকায় যান সিটু(CITU Malda District) জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। প্রশাসনিক অব্যবস্থাকে নিয়ে তীব্র খুব প্রকাশ করেন তিনি।