জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা (Jalpaiguri Accident) । বিয়ে বাড়ি যাওয়ার পথে লরি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুইজনের । মৃতদের নাম অনিকেত মুন্ডা ও মোহিত মুন্ডা । বয়স ১৬ বছর । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন । জলপাইগুড়ি জেলার বানারহাটের কাঁঠালগুড়ি এলাকার ঘটনা (Road Accident)।
জানা গিয়েছে,বুধবার রাতে বানারহাট চা বাগান থেকে ছোট গাড়ি করে নিউ ডুয়ার্স চা বাগানের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আটজন যাত্রী । কিন্তু যাওয়ার পথে কাঁঠালগুড়ি সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ষোলোর দুই কিশোরের । দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর আহতদের মালবাজার সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশের তরফে জানানো হয়েছে, দু'টি গাড়িকেই আটক করা হয়েছে ।