মঙ্গলবারের পর বুধবারেও কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠল হরিয়ানা পঞ্জাব সীমানা এলাকা। শম্ভু এলাকায় বিক্ষুব্ধ কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাঠানো হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে আন্দোলনকারীদের পথ আটকাতে সীমানা লাগোয়া একটি গ্রামের একটি রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে।
অবরুদ্ধ যান চলাচল
এদিকে বুধবারও দিল্লি সোনিপত রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। যার জেরে পুরো এলাকায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। বহু মানুষ রাস্তাতেই আটকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় সিমেন্টের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি চালানো হচ্ছে। আন্দোলনকারীদের আটকাতে সীমানায় ব়্যাফ নামানো হয়েছে।