অবশেষে একটি মামলায় জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়(Roddur roy granted bail)। কিন্তু তাতেও এখনই জেলমুক্তি হচ্ছে না রোদ্দুরের। কারণ অপর একটি মামলায় তাঁর জামিন এখনও মঞ্জুর হয়নি। এই অবস্থায় পৃথক একটি মামলায় নতুন করে গ্রেফতার করা হচ্ছে এই ইউটিউবারকে। সোমবারই রোদ্দুরকে তোলা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে(Bankshall Court)। তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা মামলায় এদিন জামিন পেয়েছেন। তবে বটতলা থানার(Battala Police Station) মামলায় রোদ্দুরকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আর্জি জানিয়েছে পুলিশ।
বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করতেন, ইউটিউব (Youtube) ভিডিও করতেন অনির্বাণ রায় ওরফে রোদ্দুর। সম্প্রতি ফেসবুক লাইভ করেছিলেন তিনি। দেড় ঘণ্টার সেই লাইভে একাধিক বিষয়ে কথা বলেন। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee), কলকাতার মেয়র(Firhad Hakim) সহ একাধিক নেতা-মন্ত্রীকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)।
আরও পড়ুন- Mamata Banerjee: SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দুকে
গত ৩ জুন গোয়া থেকে রোদ্দুরকে(Roddur Roy arrested) গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় দায়ের হয় অভিযোগ। সোমবার দুপুরে রোদ্দুরকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে(Bankshall Court)। সেখানে ফের তাঁর জামিনের আর্জি জানান আইনজীবী। তৃতীয়বারে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।