রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) ও দোলা সেন (Dola Sen) । দুজনেরই রাজনৈতিক মতাদর্শ আলাদা । একজন রাজ্যসভায় বিজেপির (BJP) সাংসদ, অন্যজন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ । একে অপরের ঘোর বিরোধী । দুদিন আগেই রামপুরহাটের ঘটনা নিয়ে সংসদে দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয় । মঙ্গলবারই দোলার বিরুদ্ধে বিশেষ অধিকার ভঙ্গের নোটিস দেন রূপা । এদিনই, আবার বিপরীত চিত্র দেখা গেল সংসদের (Parliament) অ্যানেক্সিতে । সংসদে এক বিশেষ অনুষ্ঠানের জন্য দুজনে একসঙ্গে গানের মহড়া দিলেন ।
রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর বাসভবনে বিদায়ী সাংসদদের সম্মান জানানো হবে । অনুষ্ঠানে প্রধানমন্ত্রীরও উপস্থিত থাকার কথা রয়েছে । এই অনুষ্ঠান উপলক্ষে গানের মহড়া চলছে সংসদের অ্যানেক্সিতে । সেখানেই একসঙ্গে দেখা গেল দোলা সেন ও রূপা গঙ্গোপাধ্যায়কে । দুজনেই অনুষ্ঠানে গান গাইবেন । তবে একক সঙ্গীত পরিবেশন করবেন । দোলা গাইবেন রবীন্দ্রনাথের ‘বিধির বাঁধন কাটবে তুমি..।’অন্যদিকে, রূপা কী গানে গাইছেন, এখনও তা জানা যায়নি ।
আরও পড়ুন, Asansol Bypoll: বিজেপিকে হুমকি! এক সপ্তাহ প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর
এই অনুষ্ঠানে কে কী করবেন, তার একটা সংক্ষিপ্ত বিবরণ পাওয়া গিয়েছে । যেটুকু জানা যাচ্ছে, অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় । গিটার বাজাবেন তৃণমূলের শান্তনু সেন । ডিএমকে-র তিরুচি শিবা তামিল গান গাইবেন । অনুষ্ঠানের শেষে সবাই একসঙ্গে গাইবেন ‘কভি অলবিদা না কহনা’। বিদায়ী সাংসদদের হাতে তুলে দেওয়া হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার বাঁধানো প্রিন্ট । কাঁসার তৈরি একটি করে অশোক স্তম্ভও দেওয়া হবে তাঁদের ।