পদত্যাগ করলেন খড়্গপুর পুরসভার(Kharagpur Municipality) পুরপ্রধান প্রদীপ সরকার(Pradip Sarkar)। আগেই দুর্নীতির অভিযোগে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে দলকে চিঠি পাঠান ২০ জন কাউন্সিলর। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় খড়্গপুরে(Kharagpur Municipality)। অন্যদিকে, দলনেত্রী(Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নির্দেশ পেলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার(Pradip Sarkar)। কিন্তু তার আগেই সোমবার পদ থেকে সরে গেলেন প্রদীপ সরকার।
পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের(confidence motion against Kharagpur Municipality Chairman) ভুরি ভুরি অভিযোগ। মূলত তাঁদের অভিযোগ, সিআইসির দায়িত্ব পেলেও তাঁদের মতামতের কোনও গুরুত্ব নেই। কোনও পরামর্শ ছাড়া কাজ করেন পুরপ্রধান(Pradip Sarkar)। এছাড়াও আর্থিক দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ প্রদীপ সরকার। আর এই বিরুদ্ধেই তৃণমূলের(TMC Councillors) শীর্ষ নেতৃত্বের দারস্থ হন ওই ২০ জন বিদ্রোহী কাউন্সিলর।
আর পড়ুন- Basirhat Crime news : বসিরহাটে বাড়ির সামনে থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
২০২২ সালের এপ্রিল থেকে খড়্গপুর পুরসভার(Kharagpur Municipality) পুরপ্রধানের দায়িত্ব নেন প্রদীপ(Pradip[ Sarkar)। তার আগে ২০১৫ সালে পুরভোটে জয়ী হয়ে প্রথম বার পুরপ্রধান হন। পরে ২০১৯ এ বিধানসভা উপনির্বাচনে জয়ের পরও তিনি এই পদে ছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিরণের(BJP MLA Hiran) কাছে হেরে যান।