শীতের আমেজে সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা । জঙ্গলের মধ্যে একটি চরের মধ্যে তার দুই শাবককে নিয়ে রোদ পোহাচ্ছে বাঘিনী । আর সুন্দরবন গিয়ে বাঘ দেখা পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার । তাই
এমন দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখতে ভোলেননি পর্যটকরা । তার ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল ।
সোমবার বেশ কিছু পর্যটক লঞ্চে সজনেখালি, দোবাঁকি, সুধন্যখালি এলাকায় ঘোরাঘুরি করছিলেন । হঠাৎই পীরখালির জঙ্গলের কাছে একটি খাঁড়ির পাশে মা বাঘিনীকে দুটি ব্যাঘ্র শাবক-সহ বসে থাকতে দেখেন । তারাও কিন্তু একবার করে দেখে নিচ্ছিল লঞ্চে বসা পর্যটকদের । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন বহু পর্যটক ।
শীতের মরসুমের শুরুতেই বাঘের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকেরা। বোটের চালকরা বলছেন, শীতের মরসুমে প্রায়শই বাঘের দেখা মেলে । এ বছর, শুরুতেই বাঘ মামাকে দেখা যাচ্ছে । অনেকে আবার বলছেন, এই সময় সুন্দরবনে মরা কটাল চলছে । জলস্তর বেশি না বাড়ায় জঙ্গলের চরগুলোতে বাঘ দেখার সম্ভাবনা রয়েছে । তাই বাঘ দেখতে চাইলে আপনি এখনই একবার সুন্দরবন ঘুরে আসতে পারেন ।