রাজ্য পুলিশের সচেতনতামূলক প্রচারে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ছবি ! রুদ্রনীলের একটি ছবির মিম বানিয়ে মাদক বিরোধী প্রচার করল রাজ্য পুলিশ (West Bengal Police) । মুহূর্তের মধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । প্রশ্ন উঠতে শুরু করে, বিজেপিতে (BJP) থাকা সত্ত্বেও রুদ্রনীলের মুখ ব্যবহার করেছে রাজ্য পুলিশ । তাহলে কি ফের রুদ্রনীলের দলবদলের সম্ভাবনা ? বিতর্ক শুরু হয় । বিতর্কের মধ্যে পড়ে কয়েক ঘণ্টা পরেই রাজ্য পুলিশের ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় । এদিকে, এই বিষয়ে বিজেপি নেতার বক্তব্য কী ?
রুদ্রনীল পুলিশের পোস্ট করা মিমটির স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন । সেখানে তিনি জানিয়েছেন, তাঁর অনুমতি ছাড়াই ছবিটি ব্যবহার করা হয়েছে । তাঁর কথায়, রাজ্য সরকারের বিজ্ঞাপনে, পুরষ্কার বা সম্মান পাওয়ার তালিকায়, ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রণ তালিকায় শাসকদলের হয়ে প্রচার করা শিল্পী, বুদ্ধিজীবীরাই স্থান পান । তাহলে হঠাৎ তাঁকে কেন নেওয়া হয়েছে ? রুদ্রনীলের প্রশ্ন, শাসকদলের বিরুদ্ধে কথা বলায় কাজের জায়গায় ক্ষতি, তারপরেও পুলিশের প্রচারে তাঁর ছবি ! তাঁর দাবি, হয়তো পুলিশে এখনও কেউ বিক্ষুব্ধ আছেন, তারাই পোস্ট করেছিলেন । সেইসঙ্গে কটাক্ষ করে বলেছেন, 'চাকরি নিয়ে না টানাটানি হয় বেচারার' ।
প্রসঙ্গত, একসময় তৃণমূলে থাকলেও বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ । ভবানীপুর থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন । কিন্তু হেরে যান । যদিও তারপর থেকে একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেও রুদ্রনীল ঘোষ এখনও বিজেপিতেই থেকে গিয়েছেন । সম্প্রতি, তিনি অভিযোগ তুলেছিলেন, বিজেপি করার জন্য তাঁকে আর সেভাবে ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া হচ্ছে না ।