Kishore Kumar: কিশোরকে নিয়ে তরজা তুঙ্গে তৃণমূল-বিজেপির, 'শিল্পী কারও পৈতৃক সম্পত্তি নন' বললেন রুদ্রনীল

Updated : Aug 11, 2022 18:25
|
Editorji News Desk

'কিশোর কারও একার নয়'- এই দাবি তুলে টালিগঞ্জ মেট্রোর সামনে আলাদাভাবে গায়কের জন্মদিন পালন করল বিজেপি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রুদ্রনীল ঘোষ জানান, টালিগঞ্জে কিশোর কুমারের যে মূর্তি রয়েছে, তা কুক্ষিগত করে রেখেছে তৃণমূল। ভিআইপিরা থাকবেন, এই বাহানায় পুলিশ তাঁদের সেখানে মাল্যদান করতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, "কিশোর কারও একার নয়। কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নন। মূর্তি আগলে দিয়ে মাল্যদান করতে দেবো না। চালাকি করে পুলিশকে দিয়ে পারমিশন দেওয়ানো ঝুলিয়ে দেবো। এই বদমাইশিগুলো নিকেশ হওয়ার সময় এসে গিয়েছে"।

১ অগস্ট বিজেপির কালচারাল সেলের তরফে রিজেন্ট পার্ক থানায় একটি ই-মেল করে জানানো হয়েছিল, কিশোরের আসন্ন জন্মদিনে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত গায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় তারা। বিজেপির দাবি, সেই ইমেলের কোনও উত্তর দেওয়া। তবে, ফোনে থানার তরফে তাদের জানানো হয়েছিল, উক্তদিন অর্থাৎ ৪ অগস্ট যেহেতু টালিগঞ্জে রাজ্য সরকারের পক্ষ থেকে কিশোরকে শ্রদ্ধা জানানো হবে, থাকবেন মন্ত্রীরা, ভিআইপিরা, ফলত, নিরাপত্তার কারণে তখন সেখানে কিশোরের মূর্তি ঘিরে অন্য কোনও অনুষ্ঠান আয়োজনের অনুমতি তারা দিতে পারছে না।

এরপরই বৃহস্পতিবার, যথারীতি কিশোরের ৯৩-তম জন্মদিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে কিশোরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, আয়োজিত হল অনুষ্ঠান। এদিকে, বিজেপির কালচারাল সেলও সেই সময়ে কিশোরমূর্তিতে মাল্যদানের জন্য সেখানে উপস্থিত হয়। কিন্তু বিজেপির দাবি, তৃণূলের তরফে কিশোরমূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় তাদের। 

rudranil ghoshBirth AnniversaryKishore Kumar

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন