Kishore Kumar: কিশোরকে নিয়ে তরজা তুঙ্গে তৃণমূল-বিজেপির, 'শিল্পী কারও পৈতৃক সম্পত্তি নন' বললেন রুদ্রনীল

Updated : Aug 11, 2022 18:25
|
Editorji News Desk

'কিশোর কারও একার নয়'- এই দাবি তুলে টালিগঞ্জ মেট্রোর সামনে আলাদাভাবে গায়কের জন্মদিন পালন করল বিজেপি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রুদ্রনীল ঘোষ জানান, টালিগঞ্জে কিশোর কুমারের যে মূর্তি রয়েছে, তা কুক্ষিগত করে রেখেছে তৃণমূল। ভিআইপিরা থাকবেন, এই বাহানায় পুলিশ তাঁদের সেখানে মাল্যদান করতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, "কিশোর কারও একার নয়। কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নন। মূর্তি আগলে দিয়ে মাল্যদান করতে দেবো না। চালাকি করে পুলিশকে দিয়ে পারমিশন দেওয়ানো ঝুলিয়ে দেবো। এই বদমাইশিগুলো নিকেশ হওয়ার সময় এসে গিয়েছে"।

১ অগস্ট বিজেপির কালচারাল সেলের তরফে রিজেন্ট পার্ক থানায় একটি ই-মেল করে জানানো হয়েছিল, কিশোরের আসন্ন জন্মদিনে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত গায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় তারা। বিজেপির দাবি, সেই ইমেলের কোনও উত্তর দেওয়া। তবে, ফোনে থানার তরফে তাদের জানানো হয়েছিল, উক্তদিন অর্থাৎ ৪ অগস্ট যেহেতু টালিগঞ্জে রাজ্য সরকারের পক্ষ থেকে কিশোরকে শ্রদ্ধা জানানো হবে, থাকবেন মন্ত্রীরা, ভিআইপিরা, ফলত, নিরাপত্তার কারণে তখন সেখানে কিশোরের মূর্তি ঘিরে অন্য কোনও অনুষ্ঠান আয়োজনের অনুমতি তারা দিতে পারছে না।

এরপরই বৃহস্পতিবার, যথারীতি কিশোরের ৯৩-তম জন্মদিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে কিশোরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, আয়োজিত হল অনুষ্ঠান। এদিকে, বিজেপির কালচারাল সেলও সেই সময়ে কিশোরমূর্তিতে মাল্যদানের জন্য সেখানে উপস্থিত হয়। কিন্তু বিজেপির দাবি, তৃণূলের তরফে কিশোরমূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় তাদের। 

rudranil ghoshBirth AnniversaryKishore Kumar

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের