কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জামিনে মুক্তি পেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাস। ব্যক্তিগত জামিনে মুক্তি পেয়েছেন মাম্পি। বিজেপির তরফে জানানো হয়েছে জামিন সংক্রান্ত নথি দমদম সংশোধনাগার থেকে বসিরহাট মহকুমা আদালতে যাবে।
Lok Shaba Election 2024 : মমতা সম্পর্কে কোনও কথা নয়, পঞ্চমদফার আগে ফের অধীরকে সতর্ক করলেন খাড়গে
উল্লেখ্য, সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছিল (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। সেখানে সন্দেশখালির মহিলাদের একাংশের অভিযোগ ছিল, স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়া হয়েছিল। অভিযোগ, এর নেপথ্যে নাম উঠেছিল পিয়ালির। শুক্রবার সেই ঘটনার শুনানিতে আদালত মাম্পিকে জামিনের নির্দেশ দেয়।