সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে পৌঁছলেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। রবিবারই শাহাজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে নোটিস পাঠায় ইডি। হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতোই সোমবার সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন জিয়াউদ্দিন-সহ ছয় তৃণমূল নেতা।
আরও পড়ুন - সোমবারই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা, পদত্যাগপত্র পাঠালেন সায়ন্তিকা
ইতিমধ্যেই একাধিক অভিযোগের ভিত্তিতে শাহাজাহান শেখকে গ্রেফতার করেছে ইডি। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। এবার তাঁর ঘনিষ্ঠ জিয়াউদ্দিনেরও বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। জিয়াউদ্দিনও সিবিআইকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহাজানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি। সেই সময় ইডি আধিকারিকদের উপর হামলার সময় জিয়াউদ্দিন মোল্লার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও তাঁকে চোখে পড়েছে।