পঞ্চমীতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ তিলোত্তমা, বরং ষষ্ঠীতে তুলনামূলক স্বস্তিতে ঘুরতে পেরেছেন দর্শনার্থীরা। বৃষ্টি হয়েছে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে। সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে। তবে ত্তর ২৪ পরগণা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পুজোর মরসুমে ভিড় বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও। আগামী কয়েক দিন সমতলে বৃষ্টির তীব্রতা কমলেও, পাহাড় এবং পাদদেশ এলাকায় তা কমতে আরও দু’-এক দিন সময় লাগবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২৬ ডিগ্রি সর্বনিম্ন ৩১ ডিগ্রির আশেপাশে।