প্রকাশিত হল ২০২৩-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফুলাফল। মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম এবং সার্বিক ভাবে তৃতীয় হয়েছেন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া সারা মুখোপাধ্যায়।
এবার মেধাতালিকার প্রথম দশে রাজ্য বোর্ডের পরীক্ষার্থী হাতে গোনা, সারা তাঁদের একজন। সারার মা রূম্পা মুখোপাধ্যায় জানিয়েছেন, মেয়ের আসল লক্ষ্য ছিল জেইই অ্যাডভান্স, তার জন্য প্রস্তুতি নিতে নিতেই রাজ্য জয়েন্টের পরীক্ষায় বসেছেন সারা।
WB JEE 2023 Result: রাজ্য জয়েন্টের প্রথম তিনে সাহিল আখতার, সোহম দাস, সারা মুখোপাধ্যায়
২০২৩-এ জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার।
দ্বিতীয় হয়েছেনস্থানাধিকারী সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া