অভাবের সংসার। বাবা পেশায় একজন গ্যাস মেকানিক, মা গৃহবধূ। ছোট থেকেই , দারিদ্রতাই ছিল সঙ্গী দুর্গাপুরেরভ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর কলোনির সরস্বতী রজকের। কিন্তু নামেই পরিচয় গড়ল সে। অভাব অনটনের মধ্যেই অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS) এ ডাক্তার হওয়ার লক্ষ্যে পৌঁছে গেল সরস্বতী।
তার প্রাথমিক শিক্ষা স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে। এরপর সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে, বিজ্ঞান নিয়ে ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজে উচ্চ শিক্ষা শুরু হয় তার। এরপর চিকিৎসার অভাবে দিদার মৃত্যু স্বচক্ষে দেখে সে। তারপরই শুরু হয় লড়াই। চিকিৎসক হওয়ার লক্ষ্যেই নিট পরীক্ষা দেয় সে। তারপরই সে জায়গা করে নেয় AIIMS।
মেয়ের সাফল্যে গর্বিত সরস্বতীর মা বাবা। প্রশাসনের সাহায্য চায় সে। সরস্বতীর লক্ষ্য চিকিৎসক হয়ে দরিদ্র সেবা করবে সে।