শনি ও রবিবার শিয়ালদহ মেন শাখায় একাধিক আপ ও ডাউনের লোকাল ট্রেন বাতিল। কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। এমনই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে তৃতীয় লাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হবে। তাই বাতিল থাকবে বেশ কিছু ট্রেন।
রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ও ডাউন লোকাল বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিয়ালদহ-গেদে আপ ও ডাউন লোকাল। শিয়ালদহ-শান্তিপুর আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল। বাতিল দুটি আপ ও ডাউনের রানাঘাট লোকাল। কল্যাণী-নৈহাটি লোকালও বাতিল করা হয়েছে। নৈহাটি ও রানাঘাটের মধ্যে ১১১টি লোকাল ট্রেনের মধ্যে ৪২টি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: এবার মানিক ঘনিষ্ঠের কোচিং সেন্টারে হানা ইডির
রবিবার কৃষ্ণনগরের একগুচ্ছ আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। গেদে আপ ও ডাউন লোকালও বাতিল হয়েছে। চারটি শান্তিপুর আপ ও ডাউন লোকাল চলবে না। ছটি রানাঘাট লোকালও বাতিল করা হয়েছে। রানাঘাট-নৈহাটি লোকালও বাতিল। ৮টি কল্যাণী সীমান্ত লোকালও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। দুটি শিয়ালদহ-নৈহাটি লোকালও চলবে না বলে জানা গিয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত ও মসৃণ করতে এই পদক্ষেপ করেছে পূর্ব রেল।