আর কয়েক মাস, তারপরেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে। কেন্দ্রে ইতিমধ্যে বিরোধী দলগুলি মঞ্চ তৈরি করে মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরাজ্যেও লোকসভা নির্বাচনের জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সেই নির্বাচনেই বড় দায়িত্ব পেতে পারেন সায়নী ঘোষ। তবে ঠিক কী দায়িত্ব তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।
একদিকে নুসরতকে নিয়ে বেশ অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ফ্ল্যাট কাণ্ড নিয়ে বেশ চাপে বসিরহাটের সাংসদ। সূত্রের খবর, নুসরতের কারণে বসিরহাট লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ক্ষতি হয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের খবর, আসন্ন লোকসভা ভোটে নুসরতকে প্রার্থী না করার সম্ভাবনাই জোড়ালো হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, নুসরতকে সরিয়ে লোকসভার প্রার্থী পদ দেওয়া হতে পারে সায়নীকে।
Read More- ২৪ কোটি টাকা প্রতারণা, অভিযোগ সাংসদ নুসরতের বিরুদ্ধে, ইডিতে অভিযোগ দায়ের
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বসিরহাটের জন্য ইতিমধ্যে সংখ্যালঘু মুখ খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর টিকিট পাওয়াও একপ্রকার অনিশ্চিত বলে মনে করছেন দলের নেতাদের একটা অংশ। কিন্তু কেন মিমিকে টিকিট দেওয়া হবে না? রাজনৈতিক মহলের ধারণা, তারকা প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও সমস্যা নেই। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব রাজনীতিতে বেশি করে সময় দেওয়ার বিষয়টিকেই পছন্দ করে। সেকারণেই অনেকেই মনে করছে, আসন্ন নির্বাচনে প্রার্থী নাও হতে পারেন নুসরত।