আট বছর পর রাজ্যে প্রাথমিকে টেট নেওয়া হবে ১১ ডিসেম্বর। ১১ হাজার শূন্যপদের জন্য় এই পরীক্ষা নেওয়া হবে। সোমবার একথা ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পষর্দের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্য়ে রাজ্য়ে শিক্ষা সংক্রান্ত নিয়োগে আরও একটি বড় ঘোষণা করা হল। স্কুল সার্ভিসের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও দাবি করা হয়েছে।
এই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি ঘিরেই জেল খাটছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। এই মামলায় এই প্রথম আদালতে বড় ধাক্কা খেতে হয়েছে সিবিআইকেও। এদিনই এই ঘটনায় গ্রেফতার আর এক অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করা হয়। কেন নিজাম প্যালেসে থাকার পরেও সুবীরেশের থেকে তথ্য বার করতে ব্যর্থ সিবিআই, আদালত সেই প্রশ্ন তোলে। এরপর গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালেয় উপাচার্যকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এরমধ্য়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই নিয়োগ করা হবে। মেধাতালিকায় থাকা সবার চাকরি হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি জারির পরেই কাউন্সিলিং হবে। চাকরি হবে বাড়ির কাছেই।
গত কয়েকদিন আগেই স্কুল সার্ভিসে নিয়োগের ব্য়াপারে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন স্কুল সার্ভিসে উত্তীর্ণ প্রার্থীদের প্রতিনিধিরা। সেই বৈঠককে ইতিবাচক বলেও দাবি করা হয়েছিল।