বর্ধমানের পর এবার হাওড়া (Howrah News) । ফের বিষমদ পান (Allegedly Consuming Country Liqour in Howrah) করে মৃত্যুর অভিযোগ । এখনও পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু (7 death in Howrah) হয়েছে । গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে । সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে । হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়ার ধর্মতলার ঘটনা ।
এলাকাবাসীদের অভিযোগ, রেললাইনের ধারে বেশ কয়েকটি চোলাইয়ের ঠেক রয়েছে । ওই এলাকাটি মূলত শিল্পাঞ্চল । বেশ কিছু কারখানা রয়েছে । প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও সেখানে মদের আসর বসে । সেখানেই একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন । ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে । পরে আরও একজনের মৃত্যু হয়েছে । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী ।
আরও পড়ুন, Raiganj University : বাংলার সংসারে চপশিল্পের প্রভাব, গবেষণায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মালিপাঁচঘড়া থানার গজানন বস্তিতে ভাঙচুর চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয় এক মদ বিক্রেতা প্রতাপের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন তাঁরা । স্থানীয়দের অভিযোগ, তাঁর মদতে চোলাই মদের কারবার দিন দিন বাড়ছিল । পুলিশের নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।
চলতি মাসের শুরুতেই বর্ধমানের খাগড়াগড়ে সর্বমঙ্গলা পাড়ায় বিষমদে ৭-৮ জনের মৃত্যু হয়েছে । তার রেশ কাটতে না কাটতেই বিষমদ খেয়ে মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায় ।