জুন মাসেই শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের জেরে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছিল । এমনকী, যাত্রী মৃত্যুর খবরও সামনে এসেছিল । এক মাসও এখনও পার হয়নি । শিয়ালদহের পর এবার হাওড়া । আবারও একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা । খড়গপুর ডিভিশনে ৩০০টিরও বেশি ট্রেন বাতিলের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে ।
কবে থেকে, কী কারণে বাতিল হচ্ছে ট্রেন ?
দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়ার আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে । ২৯ জুন থেকে কাজ শুরু হবে । টানা ১০ দিন কাজ চলবে । যার জেরে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে । একইসঙ্গে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনও বাতিল ।
বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে । কোনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তো আবার কোনও ট্রেনের সময় বদল করা হয়েছে । সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে ।