হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) থেকে একাধিক রুটে লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করা হচ্ছে । ইন্টারলকিং, লাইনের মেরামতি ও ওভারব্রিজের কাজের জন্য রেল পরিষেবা ব্যহত হবে । ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে (Chord and Main Line) পাঁচ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এছাড়া, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে । আর কিছু ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে ।
এক্সপ্রেস ট্রেনগুলিও বাতিল করা হয়েছে । হাওড়া থেকে যে যে ট্রেন বাতিল হয়েছে, সেগুলি হল হাওড়া-মোকামা এক্সপ্রেস (আপ-ডাউন), হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস (আপ-ডাউন), হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস( আপ-ডাউন), হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস (আপ-ডাউন) । রামপুপরহাট থেকে শিয়ালদহে ফেরার মা তারা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে । রুট বদলেছে গণদেবতা-সহ একাধিক এক্সপ্রেসের । শিয়ালদহের দক্ষিণশাখায়ও রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ।
আরও পড়ুন, Dilip Ghosh: অমর্ত্য সেনকে জমি চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের, তৃণমূলকেও আক্রমণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের
অন্যদিকে, পাওয়ার ব্লকের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল হয়েছে আপ ৩৩৮১১ ও ডাউন ৩৩৮১৮ লোকাল । শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার লোকালটি ৪টে ১৫ মিনিটের বদলে ৪টে ৪০ মিনিটে ছাড়বে ।