শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন বাতিল করা হল দোলের দিন। বন্ধ থাকবে শহরতলির বেশ কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবাও। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সয়মসূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে। তবে, ওই দিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রিসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা।
মোট ২৩৩'টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে শিয়ালদহের বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি লাইনে রয়েছে যথাক্রমে ৩৩,১৭ ও ১৬টি ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকালের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।