যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee) সহ ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার পথে নামছে বাম ছাত্র-যুবরা(SFI-DYFI)। বেলা ১২টা নাগাদ শিয়ালদহ(Sealdah) এবং হাওড়া(Howrah) থেকে মিছিল করে কলেজ স্ট্রিটে(College Street) যাবেন তাঁরা। সেখানেই আনিস হত্যার(Anish Khan Murder) বিচার চেয়ে এবং ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের(Left) তরফে।
আনিস খান হত্যাকাণ্ডের(Anish Khan Murder) প্রতিবাদে বাম ছাত্র-যুবদের(SFI-DYFI) পাঁচলা এসপি অফিস অভিযানে ধুন্ধুমার বাধে শনিবার। সেখানে গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই(DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee) সহ ১৬ জনকে।
আরও পড়ুন- Anish Khan: আনিস খান কাণ্ডে পথে নামল তৃণমূল কংগ্রেস, জবাব বিরোধীদের কটাক্ষের
পুলিশি বয়ানে ধৃতদের শারীরিকভাবে সুস্থ বলা হলেও সোমবার মীনাক্ষীদের(Minakshi Mukherjee) আদালতে তোলার সময় স্পষ্ট দেখা যায়, খুঁড়িয়ে হাঁটছেন তাঁরা। মেডিকেল রিপোর্টে(Medical Report) দেখা যায়, অন্তত ১১ জনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। যুব নেত্রী মীনাক্ষী(DYFI State Secretary Minakshi Mukherjee) শরীরে ছটি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।