Insaf Sabha 2022: অনুমতি না মেলায় ভিক্টোরিয়া হাউজ নয়, আনিস কাণ্ডের বিচার চাইতে আজ ওয়াই চ্যানেলে SFI-DYFI

Updated : Sep 26, 2022 21:41
|
Editorji News Desk

প্রতিবাদী ছাত্র আনিস খানের মৃত্যুর তদন্তের দাবি নিয়ে মঙ্গলবার বাম ছাত্র-যুবদের ডাকে 'ইনসাফ সভা'। পুলিশের তরফ থেকে অনুমতি না পেয়েও বামেদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল, যাতে ‘ইনসাফ সভা’ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই করা যায়। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হল ডিওয়াইএফআই – এসএফআই নেতৃত্বকে। ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, ইনসাফ সভা করা হবে ওয়াই চ্যানেলে। কলকাতা জেলা কমিটির তরফে পার্ক স্ট্রিট থেকে মিছিল করে যাওয়া হবে ওয়াই চ্যানেল পর্যন্ত। এর পাশাপাশি শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশন থেকেও মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

জানা গিয়েছে, সোমবার আনিসের গ্রাম সারদা থেকে পথ চলা শুরু করে 'আনিস ব্রিগেড'। এই কর্মসূচির সূচনা করেন আনিসের বাবা সালেম খান (father of Anish Khan, Salem Khan)। ২০ সেপ্টেম্বর ধর্মতলার ইনসাফ সভায় যোগ দেবে এই 'আনিস ব্রিগেড' (Anish Brigade) ৷ 

আরও পড়ুন- Mamata Banerjee: 'বিশ্বাস করি না এটা মোদী করছেন', ED-CBI ইস্যুতে কৌশলী চাল মমতার, আক্রমণ শাহ-শুভেন্দুকে

ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, "২০ সেপ্টেম্বর আনিস খানের মৃত্যুর ২১৮ দিন পূর্ণ হবে । অথচ যারা খুন করল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ, প্রশাসন, সরকার কেউ কিছু বলছে না । কারণ, খুনিরা নিজেরাই বলছে চোরেদের সরকার চলছে । তাদের কিছু হবে না । তারই প্রতিবাদে ও ধারাবাহিক চুরি-দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় সভা-সমাবেশ-মিটিং-মিছিল শেষে কেন্দ্রীয়ভাবে কলকাতার ধর্মতলায় আমাদের সভা ।"

ইনসাফ সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকদের হাজির হওয়ার ডাক দিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই ৷ অবশ্য সিপিআইএমের দাবি, শাসক দল তৃণমূলের মতো প্রলোভন বা ভয় দেখিয়ে বাস ভর্তি করে লোক আনতে হবে না। বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নামবে।  

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ-অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের অগণিত সম্পত্তির হদিশ থেকে শুরু করে তৃণমূল নেতা-মন্ত্রীদের একাধিক দুর্নীতিতে রীতিমতো বীতশ্রদ্ধ রাজ্যবাসী। আর এই রাগ-ক্ষোভের ফলে ফের একবার বামেদের পালে হাওয়া লেগেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের মিছিল-মিটিংয়ে বেশ ভিড় হচ্ছে। এখন সরকার বিরোধিতার এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নয় বামেরা। এমনটাই মত রাজনৈতিক মহলের। 

Salem KhanDYFISFIMinakshi MukharjeeAnish Khan

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী