বাম যুবনেত্রী মীনাক্ষী জানিয়েছিলেন বাধা এলেও ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা হবে। পুলিশি অনুমতি না থাকলেও মঙ্গলবার সেই কথাকেই কাজে পরিণত করল বাম ছাত্র-যুবরা। প্রথমে ওয়াই চ্যানেলের ছোট মঞ্চ থেকে সভা শুরু হয়। সঙ্গীত শিল্পী সৌমিক দাসের গানে শুরু হয় 'ইনসাফ' সভা। কিন্তু কিছু পরেই ভিড়ে ঠাসা ধর্মতলায় কৌশল বদলে ভিক্টোরিয়া হাউজের সামনে এসে পৌঁছায় বাম ছাত্র-যুব নেতৃত্ব। অস্থায়ী মঞ্চ হিসাবে একটি গাড়ির উপরে উঠে সভা শুরু করেন সভার সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। তবে সভা শুরু হলেও এখনও বিভিন্ন জেলা থেকে মিছিল ঢুকছে বলেই জানান বাম নেতৃত্ব। ইতিমধ্যেই গোটা ধর্মতলার দখল নিয়ে ফেলেছে বাম ছাত্র-যুবরা। ডোরিনা ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত রাস্তায় ঠাসা রয়েছে জমায়েত।
মঙ্গলবার সকাল থেকেই লাল-সাদা পতাকায় ছেয়ে যায় ধর্মতলা চত্বর। গ্র্যান্ড হোটেল থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত গোটা রাস্তার দু'পাশে লাল-সাদা পতাকায় ছয়লাপ। বাম ছাত্র-যুবদের দাবি, কম করে চল্লিশ হাজারেরও বেশি জমায়েত হবে মঙ্গলের 'ইনসাফ' সভায়।
আনিস খানের মৃত্যুর তদন্তের দাবি নিয়ে মঙ্গলবার বাম ছাত্র-যুবদের ডাকে 'ইনসাফ সভা'। পুলিশের তরফ থেকে অনুমতি না পেয়েও বামেদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল, যাতে ‘ইনসাফ সভা’ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই করা যায়। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় ডিওয়াইএফআই – এসএফআই নেতৃত্বকে। তবে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করেও লড়াইয়ের মেজাজেই দেখা গেল বাম ছাত্র-যুবদের। ফলে মঙ্গলের এই সভার আড়ে-বহরে কিছুটা নিশ্চিন্ত সৃজন-মীনাক্ষী-প্রতিকূররা।