পরেশ রাওয়ালরে মাছ খাওয়া নিয়ে মন্তব্যের প্রতিবাদ। 'মাছ'ভেজে অভিনব প্রতিবাদ বামেদের ছাত্র সংগঠন SFI-এর। রবিবার হুগলির কোন্ননগর বাজার এলাকায় SFI এর কর্মী সমর্থকেরা মাছ ভেজে প্রতিবাদ জানায়। চলে স্লোগানিং। পরে পরেশ রাওয়ালের ছবিতে 'মাছ' খাওয়াতেও দেখা যায় তাদের। SFI এর দাবি, এভাবেই সারা দেশে বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছে বিজেপি।
Iran News : ভাঙল অচলায়তন! ইরানের হিজাব বিরোধী আন্দোলনের বড় জয়, 'নীতি পুলিশ বাহিনী' সরাচ্ছে সরকার
অন্যদিকে বিজেপির তরফে প্রতিক্রিয়া জানান শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, 'বামফ্রন্টের নাটক মানুষ আর গ্রহণ করবে না'। প্রসঙ্গত, বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হতেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন পরেশ রাওয়াল।
'কী করবেন গ্যাস সিলিন্ডার নিয়ে? বাঙালির জন্য মাছ ভাজবেন?' গুজরাটের নির্বাচনী সভায় বিজেপি নেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) এই মন্তব্য ঘিরে বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে চলছে জোর বিতর্ক। জাত তুলে এই 'খোঁচা' মোটেও মেনে নেয়নি বাঙালি। কড়া সমালোচনা করে বিজেপির (BJP) বিরুদ্ধে জাতিসত্তায় আঘাত হানার অভিযোগ তুলেছে TMC, CPIM।