বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।
বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ভাষণের উপর বলতে উঠে মমতা দাবি করেন, নন্দীগ্রামে(Nandigram) তাঁকে প্রচার করতে দেওয়া হয়নি। তাঁকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল।
আরও পড়ুন: Jagdeep Dhankar: বিধানসভায় গোলমাল নিয়ে স্পিকারকে চিঠি রাজ্যপালের, কড়া জবাব দিলেন বিমান
এদিন মমতা আরও বলেছেন, নন্দীগ্রামে তাঁকে হারাতে সমঝোতা করা হয়েছিল। যদিও সেই সমঝোতা কারা করেছিলেন, তা নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমার বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রকারীদের উচিত এখন মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা!"
উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে দু'হাজারের কিছু কম ভোটে হারেন মমতা।