খাতা দেখতে গাফিলতি। শোকজ হতে পারে শিক্ষকদের। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC) সূত্রে এমনই জানা গিয়েছে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফল। এই রিউিভ সামনে আসতেই দেখা গিয়েছে, খাতা দেখায় একাধিক গাফিলতি করেছেন শিক্ষকরা। মাধ্যমিকে (Madhyamik Exam 2022) রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল ৩ শতাংশ পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। উচ্চমাধ্যমিকে (HS Exam 2022) নম্বর বৃদ্ধির হার প্রায় ২০ শতাংশ।
জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে ৮৩৬১টি স্ক্রুটিনি ও ৮৫,২২৭টি রিভিউয়ের আবেদন জমা পড়েছিল। এখনও পর্যন্ত মূল্যায়ন হয়েছে ১৮,৫৭৬ উত্তরপত্র। সংসদ জানিয়েছে, এতে বড়সড় পরিবর্তন এসেছে। যা বিগত কয়েকবছরের তুলনায় সর্বাধিক। ১৯.৮৫ শতাংশ ছাত্রছাত্রীর নম্বর বৃদ্ধি হওয়ায় শিক্ষকদের খাতা দেখার মান নিয়ে প্রশ্ন উঠছে। সংসদ সূত্রে খবর, একটি উত্তরপত্রে ৫৮ নম্বর বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে সর্বোচ্চ নম্বর বেড়েছিল ৫২। এবার একজন পরীক্ষার্থী ৬ পেয়েছিল। কিন্তু রিভিউর পর সেই নম্বর বেড়ে দাঁড়িয়েছে ৬০। এর মধ্যে দেড় হাজার উত্তরপত্রের মূল্যায়ন এখনও বাকি আছে। তাই শিক্ষকদের উত্তরপত্র দেখার গাফিলতির অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সংসদ। তাঁদের শো-কজ করা হতে পারে।
আরও পড়ুন: স্ক্রুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রে রদবদল, মাধ্যমিকের প্রথম দশে আরও ১৮ জন
স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশের পর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বিষয়ে যথাযত ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে শিক্ষকদের চিহ্নিত করা হবে তা নিয়ে প্রশ্ন হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, সংসদের ইতিহাসে শোকজের ঘটনা নজিরবিহীন। শোকজ করার ক্ষেত্রে শিক্ষক সমাজের ওপর যাতে চাপ যাতে তৈরি না হয়, তাও দেখতে হবে সংসদকে। তবে সংসদ জেনেছে, বেশ কিছু শিক্ষর নম্বর যোগ করতে ভুল করেছিলেন।বেশ কিছু জায়গায় নম্বর দিতেও ভুল করেছিলেন। ভবিষ্যতে যাতে এই ঘটনা না হয়, তার দিকে কড়া নজর রাখবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।