প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যা ২৬ বছর বয়সি এক যুবকের। মৃত ওই যুবকের নাম সাহিল মজুমদার। বাড়ি শিলিগুড়িতে। জানা গিয়েছে, অরবিন্দ পল্লীর বাসিন্দা সাহিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই এলাকার এক বহুতল আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বন্ধুদের দাবি প্রেম প্রত্যাখ্যান পেয়ে আত্মহত্যা করেছেন সাহিল।
সাহিলের ইনস্টাগ্রামের বায়োতে লেখা রয়েছে, হর হর মহাদেব ২৬/৬/১৯৯৭ থেকে ১১/১/২০২৪। বন্ধুরা জানাচ্ছে, প্রথমটি সাহিলের জন্ম তারিখ আর দ্বিতীয়টি মৃত্যু দিন। তাঁর ইন্সটা প্রোফাইলে এক তরুণীর একাধিক ছবি পোস্ট করা রয়েছে। সাহিলের বন্ধুদের দাবি ওই তরুণীর সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন যুবক।
পরিবারের দাবি, ওই আবাসনেই বুধবার রাতে ছাদের দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সাহিল। সকালে তাঁকে দেখতে না পেয়ে ফোন করা হয়। সাহিল জানান এক বন্ধুর বাড়িতে রয়েছেন। ওই এলাকারই অন্য একটি বাড়িতে সাহিলের পরিবার থাকে।
আরও পড়ুন - ফের কোভিড? কাদের কাদের মাস্ক পরতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে ঢুকতেই উদ্ধার হয়ে সাহিলের নিথর দেহ। ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।