বিধানসভার (Assembly) পর এবার পুরভোটেও (Municipal election) পরাজিত বর্ষীয়ান বাম নেতা এবং রাজ্যের প্রাক্তনমন্ত্রী অশোক ভট্টাচার্য (Ashoke Bhattachariya)।
মূলত তাঁকে সামনে রেখেই এবার শিলিগুড়িতে ভোটের ময়দানে নেমেছিল সিপিএম। পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছিল শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে।
আরও পড়ুন : চার পুরসভায় বিরাট ব্যবধানে এগিয়ে তৃণমূল, তবে বিরোধী হিসেবে এগিয়ে বাম-কংগ্রেস
কিন্তু সোমবার ফল ঘোষণা হতেই একে একে পরাজয়ের খবর আসতে থাকে বাম শিবিরে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে উঠে আসে অশোক ভট্টাচার্যের নাম। ভোটের দিন কার্যত একাই চষে বেড়িয়েছিলেন গোটা শিলিগুড়ি পুর-অঞ্চল। এমনকী, গণনা শুরুর আগেও শিলিগুড়িতে বামেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। কিন্তু ইভিএম খুলতে অন্য ফল ।